প্রথম আলো নর্থ আমেরিকার উদ্যোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটস-এর নবান্ন রেষ্টুরেন্টের পার্টি হলে ডিসেম্বর আড্ডা অনুষ্ঠিত হলো (09-12-2021):
প্রথম আলো সংবাদ মাধ্যম হিসাবে সব ধরনের বাংলা ভাষাভাষীদের কাছে মর্যাদার স্থান করে নিতে সক্ষম হয়েছে। বাঙালী জানে প্রথম আলো বিশ্বের অন্যতম বৃহৎ ‘গণমাধ্যম প্রতিষ্ঠান’, যা সত্যি সত্যি আমাদের সবার জন্য গর্বের বিষয়।
মুক্তিযোদ্ধা, গীতিকার,কবি, সাংবাদিক, লেখক, পাঠকদের নিয়ে ১৬ ডিসেম্বর উপলক্ষ্যে জ্যাকসন হাইটস নবান্ন রেসষ্টুরেন্ট এ ডিসেম্বরের আড্ডা অনুষ্ঠিত হয়।
দেশের বাইরে থাকার কারনে দেশ কে যারা মিস করে তাদের জন্য প্রথম আলো প্রতি বৃহস্পিতি একটি আড্ডার আয়োজন করে। প্রথম আলোর এ বন্ধুসভা বিভিন্ন সময়ে দেশের তরুণ সমাজের মধ্যে নেতৃস্থানীয় গুণাবলি সৃষ্টিতেও কাজ করে যাচ্ছে।
প্রথম আলোর এই আয়োজনে গেলে বুঝাই যায় না আমরা বিদেশে থাকি। নিজ দেশের কবিতা, নিজ দেশের রাজনৈতিক আলোচনা সব মিলিয়ে একটা ভাল লাগা কাজ করে।
এবারের ১৬ ডিসেম্বর উপলক্ষে সে রকম একটি আয়োজন প্রথম আলো নর্থ আমেরিকা জ্যাকসেন হাইটস এক বর্ণীল সন্ধার আয়োজন করেন।
কবিতা, গল্প, অনেক গুণীজনদের স্মৃতিচারণ, সব মিলিয়ে অনবদ্য অনুষ্ঠানের আয়োজন ছিল।
প্রথম আলো উত্তর আমেরিকার ডিসেম্বর আড্ডার সমাপ্তি হলো মুক্তিযোদ্ধা, শিল্পী তাজুল ইমাম‘র বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে। দর্শক শ্রোতাদের সবাই মঞ্চে জড়ো হলেন এবং এক সাথে কন্ঠ মেলালেন। এক আবেগঘন পরিবেশ সৃষ্টির মধ্য দিয়েই আমরা রওনা হলাম, যে যার গন্তব্যে।
কৃতজ্ঞতা: ইব্রাহীম চৌধুরী, রওশন হক, এস বি রিতা, ইসতিয়াক রুপু, শহীদ ভাই, মাহাবুব ভাই, মনজুরুল হকও রোকেয়া দীপাসহ সকলকে। ১২/০৯/২১
১ Comment
সকল প্রবাসীদের জন্য শুভকামনা ও দোয়া রইল।