জলোচ্ছ্বাস
আমীন শাহনাজ চন্দনা
২০০০ কি:মি: বেগের একটি লণ্ডভণ্ড করা জলোচ্ছ্বাস চাই,
স্মৃতির সাইক্লোন থেকে সব বারবনিতা মুছে দিতে।
রাতের অন্ধকারে চুপি চুপি ডাস্টবিনে ফেলা যাওয়া
নিষ্পাপ নবজাকের ক্রমাগত তিরস্কারের আর্তনাদে,
কুকুরের ঘেউ ঘেউ ডাক আর শুনতে চাই না।
দেখতে চাই না, ডোবার জলে ধর্ষিতার ভাসমান লাশ।
কিংবা নুসরাতের মতো লাঞ্ছিতার অগ্নিদগ্ধে ঝলসানো শরীর।
এবারে সত্যি সত্যিই একটি ৪৪০ ভোল্টের বিচার চাই।
মিথ্যে আশ্বাসের ঝুড়ি মাথায় তুলে সাপুরে নাচ,
কুমিরের ছানার মতো আর দেখাবে কত?
ধেয়ে আসুক ঘন্টায় ২০০০ কি:মি: বেগে একটি জলোচ্ছ্বাস,
ভাসিয়ে নিতে অসভ্যদের অবৈধ নষ্টামির আছে যত ঢিবি।
বিনিময়ে তটভূমিতে ফেলে যাক উর্বর এঁটেল পলিমাটি,
বিশুদ্ধ করতে ক্রন্দনরত এই রক্তাক্ত ধর্ষিতা শহরতলী।
যেন দীপ্ত অহংকারে বলতে পারি এ আমার নগরতলী।
[১ অক্টোবর, ২০২০॥ মিনেসোটা, যুক্তরাষ্ট্র]
২ Comments
দারুণ উপস্থাপন । পাঠে মুগ্ধ হলাম ।
অসাধারণ লেখনি