আমি যখন মরে যাবো
এম এ আলীম
মৃত্যু যেদিন আসবে আমার ওগো প্রাণের ভাই
ক্ষমা করে দিও আমায় ক্ষমা চেয়ে যাই
কী বলেছি কী করেছি কাউকে দিয়েছি ব্যথা
চলার পথে জীবন রথে বলেছি কটু কথা
মৃত্যু আমার অতি নিকট ডাকছে সারাবেলা
জীবনতরী উল্টোপথে করছি হেলাফেলা
কবর আমায় ডাকছে রোজই তৈরি আছো কবি?
আখেরাতের সম্বল জোগাও ডুবছে তোমার রবি
যা বলো ভাই এখন বলো বকো ক্রোধের যাতনায়
মৃত্যুর পরে হাত তুলিও আমার ক্ষমা কামনায়।
সতীর্থরা কাঁধে নিও আমার মরা দেহ
তাদেরকেও ধরতে দিও এগিয়ে আসে কেহ
বাবামায়ের পাশে আমায় কবর দিও ভাই
মৃত্যুর পরে মায়ের কোলে ঘুমিয়ে থাকতে চাই
যেথায় আছে দাদা নানা পূর্বসূরি সব
সেই মাটিতেই কবুল করো ওহে আমার রব
আশা ছিলো মানুষের জন্য কতকিছু করতে
মানবসেবা ন্যায়ের পক্ষে সারাজীবন লড়তে
ক্ষমা করো জগতবাসী সময় আমার কম
অচিরেই চলে যাবো ফুরিয়ে আসছে ধম।
রচনাকাল : ৬ মে ২০২৪, সোমবার সকাল ৬টা, উত্তরা, ঢাকা