আমি তোমার রাই বিনোদিনী
শামীমা নাইস
১৮/ ১২/ ২ ০ ২ ১
তুমি ছায়ার মতো পাশে থাকো
কখনো ছন্দ, কখনো কবিতা হয়ে
তোমার প্রিয় ফুল হাস্নাহেনার মতো
কখনো দূরন্ত ঝর্ণা, নদীর মতো, সাগরের মতো
আমাকে কাছে ডাকো;
আমি মায়া হরিণীর তৃষ্ণা নিয়ে
অপলক দৃষ্টিতে তোমাকে দেখি
হৃদয়ে আমার উথাল পাথাল প্রেমময় ছন্দ কাঁপন !
তুমি কৃষ্ণের মতো বাঁশিতে প্রেমের সুর তোলো
আমি রাই বিনোদিনী ছুটে যাই তোমার আহবানে
ভুলে যাই জগৎ সংসার, পুরোনো অতীত, সব;
বুঝে যাই শুধু তুমিই বর্তমান I
তোমার ভালোবাসার সোনালি রোদে, আলো ছায়ায়
সারাদিন হাসাহাসি, মুঠো মুঠো আদর মাখামাখি
কপালে কলংকের দাগ মেখে
তোমার হাতে হাত রেখে
ভেসে যাই তুমি আমি
যমুনার নীল জলে
অন্তহীন সুখে …
১ Comment
very good job; congratulations.