আমি তোমার
তসলিমা হাসান
আমি তোমার শীতের সকালের পদ্ম পাতায় জমে থাকা শিশির বিন্দু।
যেখানে আছে ভালবাসার বিশালতার সিন্ধু।
আমি তোমার গল্প, উপন্যাস, প্রবন্ধ, ছড়া;
যেখানে তুমি নিখুঁতভাবে সাজিয়ে তুলবে তোমার না বলা কথামালা।
আমি তোমার রাতের আকাশের ধ্রুবতারা,
যার আবেশে তুমি হবে দিশেহারা।
আমি তোমার শ্রাবণের ঘন কালো মেঘ,
যার অঝোর ধারায় তোমায় ভাসিয়ে দিবে ভালোবাসার প্রবল বেগ।
আমি তোমার নদী, সাগর, পাহাড়ী ঝরনা;
যেখানে খুঁজে পাবে তুমি ভালোবাসার মোহনা।
আমি তোমার নীল দিগন্ত, নীলাকাশ;
যেখানে থাকবে ভালোবাসার অবকাশ।
আমি তোমার পড়ন্ত বিকেল
সূর্যের আবির ঝরানো সন্ধ্যা বারতা,
যেখানে থাকবে ভালোবাসার অনেক গভীরতা।
কানাডা
টরেন্টো
৬/৩/২০২৪