২০৪ বার পড়া হয়েছে
আমি তোমাদেরই একজন
(মাহমুদা সুলতানা)
২৫/১১/২১
আমি ভালবাসতে পারি আমার যা আছে সব টুকু উজাড় করে দিয়ে।
আমি মেনে নিতে পারি যত অত্যাচার।
শুধু তোমাদের ভালবাসি বলে।
মেনে নিতে পারি যত জেল জুলুম
শুধু তোমাদের ভালবাসি বলে।
ভাল না বাসলে কি বিদ্রোহ করা যায়।
ভাল না বাসলে কি বিপ্লব করা যায়।
তোমাদের ভালবাসি বলেই বিদ্রোহী হয়ে উঠি।
আমার বিদ্রোহের নাম ভালবাসা।
আমার ভালবাসা নাম কুসংস্কার মুক্ত করা।
আমার ভালবাসার নাম অন্যায়ের প্রতিবাদ করা।
আমার ভালবাসার নাম মানুষ হয়ে ওঠা।
আমি তোমাদেরই একজন
চলে যাব শুধু তোমাদের ই ভালবেসে।