২৯০ বার পড়া হয়েছে
আমি চাই
কুলসুম আক্তার সুমী
আমি
পাখাহীন উড়ে যাই
প্রেমে জ্বলে পুড়ে যাই,
মেঘদলে ভেসে যাই
অকারণে হেসে যাই।
প্রজাপতির পাখা চাই
রোদে মাখামাখি চাই,
আকাশের নীল চাই
গহীনের মিল চাই।
ফিরে কভু পাব তাই
ভালোবাসা দিয়ে যাই,
জলে জঙ্গলে তাই
হারিয়ে যেতে চাই।
১৩ জুলাই, ২০২৩