আমি আর অন্ধকার
তসলিমা হাসান
ঘুমের ভিতরে অথবা ঘুমিয়ে হাঁটি,
স্বপ্নের ছাদে বসি, ছুঁয়ে থাকি অপার শূন্যতা।
সেখানেও আকাশ থাকে,
আমার নিজস্ব আকাশ, অন্তহীন
কিছু এলোমেলো ছেঁড়ামেঘ, ঠিকানাবিহীন।
চিন্তারা ছোটে পাঁচের ভেতরে এক
হৃদয়ে উদ্দাম কথাঝড়, প্রশান্ত আবেগ।
বাতাসে ওড়ে রোদশুকনো জামাকাপড়
রঙিন চেকার্ড সার্ট, বিছানার চাদর
কার্নিশে চঞ্চল চড়ুইপাখির যাওয়া আসা
শব্দহীন আমি; কুড়াই যাদুময় অনন্তের ভাষা।
সময় ঘনিয়ে এলে ক্লান্ত সূর্য মুখ রাখে
পশ্চিমে কোনো নদির বুকে
ব্যস্ত পাখিগুলো ফিরে যায় ঘরে; ঘরে ফেরার সুখে।
চেনা পৃথিবীতে অচেনা সন্ধ্যা নামে,
দেখি না কোথাও কারও মায়াবী ছায়া
স্মৃতিজুড়ে বাজে বেহায়া বেহালা
এই পৃথিবীতে আমাকে চেনে না কেউ
আমিও চিনি না, কে যে কার
জানি শুধু বন্ধুকষ্টের মতো
সাথে থাকে আমার এক প্রাচীন অন্ধকার।
__________________
তসলিমা হাসান
কানাডা, ০৭-০৮-২০২৩