৬৯৮ বার পড়া হয়েছে
আমি আবারও হারিয়ে নিখোঁজ হব
শায়লা মোস্তারী রুমানা
আমি আবারও হারিয়ে গিয়ে,
নিখোঁজ হব অচেনা গ্রহে।
জীবনের লেনদেন চুকিয়ে,
পারি জমাবো ভিনদেশে।
যৌবনের রোদ্দুর যেখানে
নীরবে গেছে শুকিয়ে।
ঘাসের পায়ে হেঁটে এসে,
পরবো বাধা নীল আকাশে বুকে।
আকাশের বিসালতায়,
হারাতে- হারাতে নক্ষত্রের আলোয়,
পথ খুঁজে নেব, থাকব কি দারুণ সুখে!
তারার মতো পরবো খসে,
গহিন অন্ধকার কোণে নিবিড়- নির্জন বনে।
নিজেকে আবারও লুকিয়ে,
জোসনার সঙ্গে করব খুনসুটি।
কইবো কথা ঝড়ে যাওয়া পাতার সনে
শীতল হয়ে থাকব পড়ে,
ফোটা ফোটা শিশির এর জল অঙ্গে মাখিয়ে,
করব দারুণ লুটোপুটি!