আমার ভারত পত্রিকা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন’২৩ এ সাহিত্য সম্মাননা পেলেন বাংলাদেশের খান আখতার হোসেন:
২০ আগষ্ট ‘২৩ রবিবার বুড়িখালি হাইস্কুল বাউরিয়া পাঁচলা হাওড় পশ্চিমবঙ্গ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো আমার ভারত পত্রিকা আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন’২৩। শিশু সাহিত্যিক আবদুল করীমের সভাপতিত্বে অতিথি ছিলেন-
এমদাদুল হক নুর, সম্পাদক, নতুন গতি; ইসমাইল দরবেশ সাহিত্যিক; শ্রীমতি মুকুল চক্রবর্তী সাহিত্যিক; তাপস সাহা কবি; জয়নুল আবেদীন লালগোলা সাহিত্যিক; মানিক মজুমদার পাবনা বাংলাদেশ সাহিত্যিক; নির্মল নির্মল কর কবি, ডাক্তার জাহাঙ্গীর কবি ও সাহিত্যিক, আবু কাওসার কবি ও সাহিত্যিক পত্রিকাে সম্পাদক, শ্রী চন্দ্রনাথ বোস সাহিত্যসেবী ও সমাজকর্মী: কামনা দেব আগরতলা সাহিত্যিক ত্রিপুরা: আজিজুল হক সম্পাদক রেনেসা পত্রিকা ডায়মন্ড হারবার; শ্রী সবুজ ধাডাা সাহিত্যিক, ডাক্তার নজরুল ইসলাম শিক্ষক মুর্শিদাবাদ, শ্রী দিলীপ কুমার প্রামাণিক সাহিত্যিক ডায়মন হারবার; আজিজুল হক সাহিত্যিক বাংলাদেশ; শ্রীমতি মিলন দাস সাহিত্যিক ত্রিপুরা, শ্রী অমিয় কুমার চৌধুরী বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুর, শ্রী শক্তিপদ গাঙ্গুলী সংগীত শিল্পী শিক্ষক মাজু হাওড়া, শ্রী মৃনিল কান্তি সাহা বিশিষ্ট সাহিত্যিক ও পত্রিকার সম্পাদক, শ্রী দূর্গাপদ মন্ডল কাটোযা বর্ধমান; শ্রী প্রশান্ত মানিক বিশিষ্ট সাহিত্যিক খানাকুল হুগলি; অধ্যক্ষ খান আক্তার হোসেন সাহিত্যিক ও প্রতিষ্ঠাতা গাঙচিল বাংলাদেশ; শ্রী দুলাল আলম সাহিত্যিক রাজশাহী বাংলাদেশ; ইকবাল দরগাই
কবি হুগলী।
দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রথম পর্বে ছিলো স্কুলের কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সাহিত্য সম্মেলনে ৩০ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। অধ্যক্ষ খান আখতার হোসেন, সাংবাদিক আজিজুল হক সহ ৩০ জন গুণীজন সাহিত্যে অবদানের জন্য আমার ভারত পত্রিকা সাহিত্য সম্মাননা পান।
গাঙচিলের প্রতিষ্ঠাতা খান আখতার হোসেন এর আগে
ভারতের ডায়মন্ড হারবারে ১৮ তম আন্তর্জাতিক ইলিশ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান শ্রীমতী ড. কাজল দে। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যক্ষ খান আখতার হোসেন, ডায়মন্ড হারবার বিধায়ক পঞ্চালাল হালদার, জেলা পরিষদ চেয়ারম্যান প্রণব দাস, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. সাইদুর রহমান, তৃনমুল কংগ্রেস দলের সভাপতি অরুময় গাইন, ডায়মন্ড হারবার কাউন্সিলর স্বপন দাস।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন
রফিক উল ইসলাম, পিনাকী রায়, সৌহার্দ্য সিরাজ বাংলাদেশ, সাতকর্নী ঘোষ , নাগসেন, আবু রাইহান, তাজিমুর রহমান,অরুণ পাঠক ও ভারতী বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশের বিশিষ্ট পক্ষী বিশারদ
মুবিনুল ইসলাম চৌধুরী, বাংলাদেশের তথ্যচিত্র নির্মাতা, ভয়েস ওভার আর্টিস্ট এবং ইতিহাসের গবেষক ও লেখক
মধুসূদন মিহির চক্রবর্তী, শুভ্রা দাস, সৌমিত বসু, তারক গিরি, রজত মোহন রায়, জাকারিয়া আহমেদ।
অবজারভার হিসেবে উপস্থিত ছিলেন unicef কর্তারা।
শেষ দিন উপস্থিত থাকবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্র পরিচালক রাজা সেন।
ইলিশ উৎসব নিয়ে সেজে উঠছিলো ডায়মন্ড হারবার।
ইলিশের শহরে সকালে হয় ইলিশ বাঁচাও মঙ্গল শোভাযাত্রা।
ডায়মন্ড হারবার গঙ্গাবক্ষ সেদিন আনন্দে মুখরিত হয়ে ওঠে।
খান আখতার হোসেনকে সংবর্ধনা জানাবে ২৩/৮/২৩ আজাদ বার্তা ও বাংলার রেনেসা পত্রিকা ২৬/০৮/২৩ কোলকাতায় সাহিত্য কালপুরুষ ও ২৭/৮/২৩ মুর্শিদাবাদের মুক্তধারা সাহিত্য পরিষদ।
খান আখতার হোসেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম শ্রম পরিচালক খান আখতার হোসেন মুক্তিযুদ্ধের চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, কবি ও গীতিকার। তাঁর লেখা মুক্তি যুদ্ধের নাটক চুকনগরের লাশ সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছে। তিনি বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার ও নাট্যশিল্পী। তিনি সৃজনশীল সাহিত্য চর্চার শ্লোগান নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে সফর করেন। সারা বিশ্বে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের ১৭৫ টি শাখা আছে। যার কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়ক শিউলি খান, চেয়ারম্যান মিজানুর রহমান, মহাসচিব গ্রুপক্যাপ্টেন ড. ইদ্রিস আলী ও সিনিয়র কো-চেয়ারম্যান মেজর পলক রহমান।
খান আখতার হোসেন সৃজনশীল কার্যক্রমের জন্য বঙ্গবন্ধু সম্মাননা, মাদার তেরসা স্বর্ণপদকসহ ২০০ সম্মাননা পেয়েছেন। ব্যক্তিগত জীবনে স্ত্রী শিক্ষিকা ও তিন সন্তান চিকিৎসক।