আমার বাংলাদেশ।
(লিজা চৌধুরী)
আমার কাছে বাংলাদেশ মানে,
চির পুরাতনে চির নতুন জীবন।
ঠিক শিশুকালে মায়ের মিষ্টি চাপা স্বরে
ঘুম পাড়ানি গানের মতন।
ভোরের কোমল রাঙ্গা আকাশ,
কিচিরমিচির পাখি ডাকা সকালের এক কিঙ্কিণী সুর।
মায়ের কাছে আহ্লাদি বায়না ধরে স্কুলে যাবোনা বলে,
শীতের নরম কুয়াশায় স্বপনে চলে যাই দূর বহুদূর।
বাংলাদেশ আমার কাছে বরাবরই এক বিস্ময়
নতুন খাতায় নতুন করে জানা নতুন অজানা পরিচয়।
মেধার বিকাশে নামী ইংরেজি স্কুলে নাম লিখিয়ে
তাতে প্রথম শ্রেণীতে প্রথম স্হান অধিকার করেও,
শিক্ষা ও সংস্কৃতির সঠিক ব্যবহার করছিনা ভেবে
আমার শঙ্কিত বাবার বাংলা মাধ্যম স্কুলেপড়া নিয়ে ছিল তোড়জোড়।
বাংলাদেশ মানে আমার মায়ের সার্বক্ষণিক কড়ানজর,
আর বাবার নিয়ম মাফিক পথচলার সুশাসনের করতল।
বাংলাদেশ আমার কাছে সমগ্র পরিবারের একাত্মতা।
সুখে দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার মহানুভবতা।
বাংলাদেশ আমার কাছে এক অপরূপ রূপসী দেশ।
ষড়ঋতুর বৈশিষ্ট্যে অলংকৃত সাজ সজ্জায় বাহারি বেশ।
গ্রীষ্মে হিজল,বর্ষায় বেলি, শরৎ আর হেমন্তের কথা যত না বলি,
পিঠা পায়েসের উৎসব মুখর শীত আর বসন্তে ফোটে বর্নাঢ্য কলি।
বাংলার ঘরে ঘরে এক আদি মহামিলনের সমাগম।
সমাজ, সংসারের এক অটুট বন্ধনের সুচিত্র অংকন।
বাংলাদেশ আমার কাছে সব সময়ই কবি আর কবিতার স্মৃতিঘর।
বাংলা একাডেমির মঞ্চে জিতে নেয়া কবিতা পড়ার এক সোনালি কৈশোর।
কথপোকথনে কেটে যাওয়া এক প্রেমময় কাব্যের যৌবন।
তাকে ফিরে পেতে চোখের জলে আজও স্বপ্ন দেখে এ মন।
কাউকে হারালে বুক ভেঙ্গে যাওয়া এক বিরহ আর্তনাদ।
ভোলেনা বাঙ্গালী যাদের হারিয়ে করেছে এ ভূমি আবাদ।
বাংলাদেশ আমার কাছে এমন এক স্পর্শকাতর আবেগাপ্লুত হৃদয় ভূমি।
লক্ষ জনস্রোতের মাঝে উত্তোলিত সবুজের বুকে এক টুকরো সাধের জমি।
যাকে অর্জন করতে শহীদদের সাধনা ছিল অনন্ত অসীম।
যাঁদের ত্যাগের বিনিময়ে পৃথিবীর মানচিত্রে এই দেশ
পেয়েছে তার পরিচয়, হয়েছে অমর আর উচ্চারিত হয়েছে তার গর্বিত স্বর—-
স্বাধীন বাংলাদেশ আমি।
১ Comment
congratulations.