১৬৪ বার পড়া হয়েছে
আমার কাছেই থেকে যাস
তৃণা করালী
তুই হাওয়ার ছাঁচে তোর অবয়বের ছাপ রেখে যাস,
তুই চলে গেলেও আসলে আমার কাছেই থেকে যাস।
চূড়ান্ত কর্ম ব্যস্ততার দিনেও আমার মনের কোণে
উঁকি দিয়ে নিজের উপস্থিতির সত্যতা যাচাই করে যাস।
তুই চলে গেলেও আসলে আমার কাছেই থেকে যাস।
তুই আসিস আমাকে নিজের রঙে রাঙাতে
কিন্তু নিজেও কিছুটা আমার রঙে রেঙে যাস,
তুই চলে গেলেও আসলে আমার কাছেই থেকে যাস।
Kolkata/India