১,৩০০ বার পড়া হয়েছে
আমার ঊষাবেলা
সৈয়দা রুবীনা
কল্পিত তরু অঙ্কিত চারু
কাঠচম্পা বেলা
সুচারু সবুজায়নে বিস্তৃত
তোমারো খেলা,
সখা হে!
সখা হে, জবারো বনে লালেরো স্নানে
রঙিন পাখনায় প্রজাপতির রঙো মেলা
আমার ঊষাবেলা।।
চমকি চমকি ধমকি ধমকি চলনে নূপুরী বাদ্য
কি সাধ্য! কি সাধ্য!
আমার ঊষাবেলা, চলে তোমারো খেলা
চলে তোমারো খেলা, চলে তোমারো খেলা
আমার ঊষাবেলা।
কল্পিত তরু অঙ্কিত চারু
কাঠচম্পা বেলা
সুচারু সবুজায়নে বিস্তৃত
তোমারো খেলা,
সখা হে!
সখা হে, জবারো বনে লালেরো স্নানে
রঙিন পাখনায় প্রজাপতির রঙো মেলা
আমার উষাবেলা।
চাঁপাইনবাবগঞ্জ