“আমাদের পাঠাগার” এর স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত:
গত ২৬ মার্চ ২০২৩ রবিবার বাদ আসর নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর গ্রামের খেঁজুরগাছ তলা/তেমুহনীতে অবস্থিত “আমাদের পাঠাগার” এর কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত ছিলেন বেশ কিছু লেখক, পাঠক ও সাহিত্য অনুরাগী।
মোহাম্মদ খোয়াজ আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন: ইলিয়াস আহমেদ, বাহার মিয়া, আলমগীর, সুজন, কবি ও কলামিস্ট আবুল খায়ের ও আরো অনেকে।
“আমাদের পাঠাগার” এর প্রতিষ্ঠাতা বাস্তববাদী কবি আবুল খায়ের বলেন: এখন থেকে এলাকার গণ মানুষের সব ধরণের উন্নয়নে আমাদের পাঠাগার ভূমিকা রাখবে। গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্যে থাকবে “মেধা বৃত্তি”র ব্যবস্থা। দুঃস্থ ও আর্তমানবতার কাজে “আমাদের পাঠাগার” থাকবে সব সময় সক্রিয়।
আগামীতে আরো বড় ধরণের কার্যক্রমে সকলের সম্পৃক্ততা ও সহোযোগিতা কামনা করা হয়।