আমাকে তুমি গ্রহণ করে ধন্য করো
।। গোলাম কবির।।
ভালোবেসে থাকতে আসিনি পৃথিবীতে,
চেয়েছি শুধু তোমার মাঝে বিলুপ্ত হতে,
মুছে দিয়ে নিজের নাম, ঠিকানা, বিষয় বাসনা!
চাই গভীর ভালোবেসে তোমার মাঝেই
বিলীন হয়ে যেতে যেভাবে আকাশ হতে
ঝরা জল মিশে যায় মাটির সোঁদাল গন্ধে
কিংবা সাগরের বুকে পরম বিশ্বাসে!
আমাকে তুমি গ্রহণ করে ধন্য করো,
মিলিয়ে নাও তোমার সাথে অগণন বৃষ্টির জল
যেভাবে মিলে যায় নদীর সাথে তেমনি করে!
আমাকে তুমি ধন্য করো যেভাবে ছাতিম
ফুলের ঘ্রাণ বাতাসে মিশে গিয়ে ধন্য হয়।
কি হবে বেঁচে থেকে তুমিহীন
প্রতিদিন যদি তোমাকেই না পাই!
ভালোবাসি শুধু তোমাকেই,
নাদানের এই হৃদয়ে যে শুধু
তুমি ছাড়া আর কারোরই স্থান নেই!
কবির সংক্ষিপ্ত পরিচয়:
নাম: গোলাম কবির
ঠিকানা: ১৭/১৮, তাজমহল রোড, ব্লক – সি, মোহাম্মদপুর, ঢাকা – ১২০৭
প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা মোট ৫(পাঁচ)টি।
১/ শিরোনামহীন – ২০১৯’র একুশে বইমেলা – আলোকায়ন প্রকাশনী
২/ দিগন্তের সন্ধানে – ২০২০’র একুশে বইমেলা – প্রিয়জন সাহিত্য প্রকাশনী
৩/ হৃদয় খুনের এপিটাফ – ঐ
৪/ বিরহী ল্যাম্পপোস্ট – ২০২১’র একুশে বইমেলা – নব সাহিত্য প্রকাশনী
৫/ মায়াবী ফাঁদ – ২০২২’র একুশে বইমেলা – নব সাহিত্য প্রকাশনী।