২৩৪ বার পড়া হয়েছে
অগ্নি
আব্দুল্লাহ আল মামুন (ফারুক)
ঐ লৌহ শিকলে বাঁধতে চেয়োনা
আমি অগ্নি ,
আমার পরশে পুড়ে ছাই হয়ে যাবে
তোমাদের লৌহ শিকল ।
মৃত্যুজয়ী আমি
মিছে দেখিও না মরনের ভয় ।
দেহে আছে দম , বাহুতে বল
হিম্মৎ যদি থাকে পিছন থেকে নয়
সামনে থেকে করো আক্রমণ ।
ভয় করি না আমি ।
সকল মায়ার বাঁধন ছিন্ন করে
এসেছি এই রাজ পথে ।
মিথ্যার চাঁদরে আড়াল রাখতে
দেবনা সত্যের সূর্যটা কে ।
যতক্ষণ দেহে আছে প্রাণ
করিবো সংগ্রাম ।
সকল অত্যাচারির কালো হাতে
পরাবো অগ্নি শিকল ।
আমাকে দেখিওনা আঁধারের ভয়
আমি অগ্নি ।
যেথায় রহিয়াছে আঁধার
সেথায় জ্বালাবো আলো ।।