২০৪ বার পড়া হয়েছে
আবার যদি প্রেম ফিরে আসে
এম.আবু নাসের
আবার যদি প্রেম ফিরে আসে
আমি ষোলোতে ফিরে যাবো
মুখরিত ক্লাসে বইয়ের ভাঁজে গুজে দেবো,
ভীরু, ভীরু যত না বলা কথা,
শাসনের দেয়ালে, দেয়ালে লিখে দেবো তোমার নাম।
আবার যদি প্রেম ফিরে আসে
আমি কৃষ্ণচূড়া হবো
অগ্নিঝরা দহন সয়ে দাঁড়িয়ে রবো চৌরাস্তায়।
আবার যদি প্রেম ফিরে আসে
দগ্ধ বুকের জানালা খুলে
নির্ঘুম কাটিয়ে দেবো কতো রাত।
আবার যদি প্রেম ফিরে আসে
উত্তাল তরঙ্গ ভেঙে
ভাসিয়ে দেবো, ভালোবাসার সপ্তডিঙা।
আবার যদি প্রেম ফিরে আসে
কাক ডাকা ভোরে চিৎকার করে
ঘুম ভাঙাবো ঘুমন্ত শহরের।