১৪৬ বার পড়া হয়েছে
আবার পাই যেন সাক্ষাৎ
ম,আ,কুদ্দুস পদ্মা
বাহঃ সুন্দর
বোধের অন্তর
কষ্ট পায় কেন মন
সুখ কী বা ধন।
মন উড়তে উড়তে
যায় গন্তব্যের সীমান্তে
না পেয়ে ফিরে আসে
অশ্রু জল বৃষ্টি হয়ে।
অবশেষ অনুভূতির কষ্ট
ক্লান্ত ঈগলের নীড় ভ্রষ্ট
ভাঙে স্মৃতি মিথ্যের ঘর
কী সুন্দর কৌতুক, মিথ্যে সান্ত্বনা
মন চায় ঘাটে ফেলতে নোঙ্গর
ক্ষণিক বিশ্রামের পেলে বন্দর
যেতে পথে শেষ কথাটি বলা
আবার পাই যেন সাক্ষাৎ তোমার দেখা!
২ Comments
congratulations
অসাধারণ।অনুভব বিচরণ।
কার জন্য সে অপেক্ষ্যমান চরণ?