১৫২ বার পড়া হয়েছে
আবার আসিও তুমি, আসিবার ইচ্ছে যদি হয়
আরিফ সুলতানা
বিবর্ণ মেঘেরাও আজ জেনে গেছে
তুমি আমি ছিলেম একদিন চিরচেনা।
হঠাৎ কোথা থেকে তুমি খুঁজে নিলে কারে
ততক্ষণে আমি হয়ে গেলেম,
তোমার অচেনা…!!
প্রাণ হাড়া এই শহরের ইতিকথাগুলো
বিষণ্ণতায় আজি কেঁদে কেঁদে মরে।
দুরাকাশের মেঘগুলো তাই
বিরহ বেদনায় বৃষ্টি হয়ে ঝরে!!
এই আবছায়া আঁধার বেলায়
এ টুকো শুধু বলিবো তোমায়,
আবার আসিও তুমি…..
আমার এ ভগ্ন হৃদয়ে
আসিবার ইচ্ছা যদি হয়!!
২৩/০৮/২০২২ ইং।