১৩৬ বার পড়া হয়েছে
অপেক্ষার ফুল
আমির বিন সুলতান
কুসুমিত কলি ফুলে
লাগেনি তো মুখ,
ভ্রমরের কালো বিষে
ঝরেনি তো সুখ।
যার টানে মুখরিত
দেহ মনো প্রাণ,
অবিদিত পথ চলি
নিতে তার ঘ্রাণ।
প্রতীক্ষার যে মিলন
হবে যে মধুর।
যে বিশ্বাসে নিঃশ্বাস
স্মৃতি যতদূর।
যে প্রেমে মতোয়ারা
অপেক্ষার ফুল,
সে সুভাসে সুরভিত
হবে যে দু’কুল।
—————-
মাস্কাট, ওমান
১ Comment
বর্তমানে কবিতা প্রকাশে পুরুষের চেয়ে মেয়েরা অনেকটা এগিয়ে আছে। মেয়েদের ফিলিংস্টা অনেক বেশি প্রচ্ছন্ন বলে মনে হচ্ছে। শেষ পর্যন্ত হয়তো আমার এই কমেন্ট মেয়েদের প্রতি দুর্বল বলে আখ্যা পেতে পারে। তা সে যে আখ্যা পায় পাক আমার বলার কথা আমাকে বলতে হবে। মোট কথা পুরুষ যা বলতে চায় তা যেন সে নিজেই জটিল করে উপাস্থাপন করতে ভালবাসে এমনটা মনে হয়।