আপনজন
শীরীন আক্তার
নাইবা পেলে পার্থিব সুখ কী-ই বা তাতে যায়-আসে
অপরের তরে তুচ্ছ জীবন উচ্চে তোল নির্বিশেষে।
ওতেই শান্তি, ওখানেই সুখ আমরা বুঝিনা কভু কেউ,
শুধু অকারণ ছুটি সেখানে, যেখানে মিথ্যে আর ছলনার ঢেউ।
এসো বন্ধু – স্বজন হাত লাগাই আজ আর্ত মানবতার সেবায়,
আত্ম বৃত্তে আটকে না থেকে পা রাখি বৃহৎ জগতের আঙিনায়।
এই জীবন তো জীবন নয় গুহার অন্ধকারে নিমজ্জিত থাকা,
কোন বন্ধু পাবে না সেথায় ধুঁকে ধুঁকে মরবে নিতান্ত একা।
ওই যে কাঁদে পানি বন্দী হাজারো মানুষ বন্যা কবলিত অঞ্চলে,
তুমি বসে আছো উচ্চ অট্টালিকার এসি রুমে ওদের ভুলে ;
যাদের শ্রমে ঘামে তৈরি তোমার প্রাসাদের মতো ঘরবাড়ি,
তারা পায় না একবেলা ঠিকমতো খেতে ক্ষুধায় জ্বলে নাড়ি।
একটু যদি ভাব, আমার শরীরে যে রক্ত প্রবাহ বয় তাদেরও তো তাই,
আসলে আমরা কেউই ছোট বড় নই, এক মাটিতেই তো যাই।
তবে কেন এত ভেদাভেদ, অহংকার ও ক্ষমতার তোড়জোড়,
দিনশেষে দেখবে যাদের দেখেছ অবজ্ঞার চোখে তারাই খুঁড়ছে গোর।
তাই সময় থাকতে আশেপাশের সবাইকে দেখি আপনার জন হিসেবে,
বিপদেআপদে সবার আগে উদ্ধার করতে ওরাই তো ছুটে আসবে ।