সাহিত্য, সংস্কৃতির অঙ্গনকে শুদ্ধতর করে তোলেন কবি সাহিত্যিকেরা | তাদের সাহিত্য সাধারণ মানুষের হৃদয়ে কোনায় সৃষ্টি করে সুর সঞ্চারিত গানের অক্ষরের ভাণ্ডার | কবি কবিতায় পায়ের নিচের ঘাসকে যেমন রুপ দেন অলংকার দিয়ে |তেমনি রুপ দেন আকাশের গ্রহ-নক্ষত্রকে, কবি ও কলামিষ্ট আবুল খায়ের তার প্রতিটি কবিতায় অনুপম এক সতত ও আন্তরিকতা দিয়ে প্রকাশ করেছেন তার কবিতায় | হৃদয়ের ঐশ্বর্য মেশানো, নারী, প্রকৃতি, ঋতু বৈচিত্র, স্বদেশ, স্বাধীনতা, মানবতা, শ্রেণি বৈষম্য, তর্জনীর গর্জন , ধর্ষিতার আহাজারী, মনুষ্যত্ব, বেকারত্ব, হতাশা, শান্তির বার্তার, সুখ, দু:খের কেচছা, সৃতিময় দিন, সেকাল একালের দিন বদলের গান, রাষ্ট্র, আর জীবনের অর্থবহ মুল্যবান বিষয় গুলো প্রতিটি কবিংতায়, গল্পে দীব্যমান | তার কাব্য প্রতীক তাকে অবলম্বন করে কবিতার চূড়া স্পর্শ করে। | তিনি একজন রোমানটিক কবিও বটে | কবিতা মানুষের মনের এক গভীর অনুসঙ্গ | একজন কবির জীবন তার কবিতার ভেতরে আশ্রিত, তিনি সেখানেই বসবাস করেন | কবিতার দৃশ্যাবলি কবির জীবন | সে কখনো স্বপ্নের, কখনো যাপিত জীবনের চারপাশে চন্দ্রালোকিত মধুরিমায় মজে থাকেন |
বহুমুখী প্রতিভার মাধ্যমে কবি, কলামিষ্ট আবুল খায়ের সাহিত্য সন্মান ধারার প্রবর্তন করেন | তার বিশেষ কৃতিত্ব গ্রন্থ রচনায় | তার সৃষ্টি কর্ম আধুনিক ধারার অতুলনীয় কলামে, কবিতায় |
এই সমাজ পরিবর্তনের কবিতায় গ্রুপের প্রতিষ্ঠাতা কবি ও কলামিষ্ট আবুল খায়ের আমাকে সযত্নে গ্রুপের মধ্য জায়গা করে দিয়েছেন, আমার কাভার পেইজ করেছেন অথচ আমার সাথে তার কোনদিন দেখা হয়নি, তার সাথে আমার কোন পরিচয় নেই !
এই সন্মানটুকু আমার এই প্রবাস জীবন, কানাডার, কত বড় প্রাপ্তি | তা আমি কাউকে বোঝাতে পারবো না ! নি:স্বার্থভাবে সবার জন্য তিনি কাজ করছেন | আমি তাকে স্যালুট জানাই | তিনি সবাইকে ভালবাসা, শ্রদ্ধা, দিয়ে হৃদয়ের মনি কোঠায় রয়েছেন | তিনি প্রদীপের আলো বিলিয়ে যাচ্ছেন সব নতুন তরুণ-তরুনীদের হৃদয়ে |
বুক রিভিউ = কবিতার বই
১| দীর্ঘশ্বাসের সঙ্গে বসবাস |
২| অসহিষ্ণু পৃথিবীর বুকে |
ছড়ার বই =
৩| ছড়ার বনে
বাঘের সনে |
তার সততা, কর্ম দক্ষতা এবং আকর্ষনীয় ব্যক্তিত্বের সাফল্যে আমরা গর্বিত, অনুপ্রাণিত |
আমি তার কবিতা, ছড়া পড়ে মুগ্ধ |
আমি তার কবিতায় জ্যোসনার আলো দেখি ,
বৃষ্টি ভেজা পরিস্কার নীল আকাশ ,
নদীর কিনারায় অন্ধকারে জোনাকির বিক্ষিত্ব ছোটাছুটি দেখি কৃষ্ণচূড়ার লাল রঙ, জারুলের বেগুনি সোনালির হলুদ রঙ দেখি !
তিনি যেন এক দুরন্ত কিশোরের রঙিন ঘুড়ি |
২ Comments
তাকে আমরা চোখে দেখিনি ,কেবল গল্প শুনেছি/ ছন্দে ছন্দে, কবিতায় কবিতায়/ শুভকামনা জানাই কবি ও কলামিস্ট আবুল খায়ের সাহেব কে/
Very good job..