১২৮ বার পড়া হয়েছে
চতুর্দশপদী_সনেট_কবিতা।
আত্মকথন।
মোঃ আবদুল গনি ভূঁইয়া।
দক্ষিণ বনশ্রী ঢাকা।
১৩/১২/২০২২
জীবন জেগেছে,পাথরের বুক ভেঙে।
ভাবছো পরগাছা,কতো দিনই আছি?
আর,পরগাছার আয়ুষ্কাল সামান্য।
তারপরেও, মোরা সাজি পত্র পল্লবে!
আমায় দেখে, হয়তো আরও বলছো।
পরগাছার কি, জীবন বলতে আছে?
তাইতো,পরগাছারা ভর করে আছি!
ভালোবাসা ক্ষণিকের, অন্যের মাঝে।
জীবন আছে বলে, পরগাছারা বাঁচে।
খানিক সুখের জন্য,নিদারুণ কষ্টে !
জটর মূলের উপর, কতো বিস্তীর্ণ।
শাখাপ্রশাখা, রক্তনালির মতো করে।
ঐ পাথরের, শক্ত প্রাচীরের দেয়ালে।
নিরস নিথর নিস্ফল, অসহ্য প্রাণে।