২৭৬ বার পড়া হয়েছে
ইঁদুর ছানা
আতিয়া খাতুন
ইঁদুর ছানা দুটি
বই খাতা আর জামা কাপড়
করছে কুটিকুটি।
বাদ পড়ে না কোনো খাবার
প্রিয় হলো রুটি।
খাচ্ছে শস্য, কাটছে তোষক
যেন সেরা জুটি।
পায়ের জুতো মাথার টুপি
রাতের বেলা চুপিচুপি
করছে সব কাটিকুটি।
কাটছে এবার খুকুর বালিশ
রাজার কাছে করবে নালিশ।
এভাবে আর যায় না চলা
বিহিত কিছু চাই,
বিড়াল মাসির আগমনে
শান্তি নামে তাই।
ঘাপটি মেরে বিড়াল মাসি
ইঁদুর ছানা ধরে।
ধন্যবাদ বিড়াল মাসি
কৃতজ্ঞতা তোমার তরে।