কবি এটিএম ফারুক আহমেদ (সাবেক পুলিশ সুপার)-এর শুভ জন্মদিন
প্রতিবিম্ব প্রকাশ-এর পক্ষ থেকে নিরন্তর শুভেচ্ছা:
এক নজরে কবি পরিচিতি
জন্ম:
কবি এটিএম ফারুক আহমেদ পৈত্রিক নিবাস বৃহত্তর নোয়াখালী বর্তমানে লক্ষ্মীপুর জেলার অন্তর্গত দক্ষিণ রাজাপুর গ্রামে। ১৯৫৭ইং সালের পহেলা নভেম্বর তাঁর জন্ম।
পড়ালেখা:
স্কুল জীবন হতে তাঁর লেখালেখি শুরু এবং স্কুল পাঠ সমাপ্তির পথে তাঁর লেখা কবিতার পান্ডুলিপিসহ বাংলাদেশ বেতার, ঢাকা নির্বাচনের জন্যে তৎকালীন আঞ্চলিক পরিচালক মরহুম ফজলে খোদা ডেকে পাঠান।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেন।
পেশাগত জীবন:
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়াশোনার সময় বাংলাদেশ পুলিশে যোগদান করেন এবং অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার হিসেবে পিবিআই হতে অবসরে আসেন।
সাহিত্য চর্চা:
বর্তমানে তিনি কবিতা, উপন্যাস লেখার পাশাপাশি, প্রবন্ধ, কলাম লেখাসহ আত্মজীবনী এবং পুলিশে তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনী লেখায় নিয়োজিত আছেন। তাঁর পিতা মরহুম হাজী এবিএম জয়নুল আবেদীন মাস্টারের উৎসাহ, উদ্দীপনায় তাঁর লেখালেখি, আবৃত্তি, উপস্থাপনা, অভিনয়, উপস্থিত বক্তৃতায় তিনি উৎসাহিত হন। বিশেষতঃ “সিরাজুদ্দৌলা” নাটকে সিরাজের নাম ভূমিকায় অভিনয় করে তিনি যথেষ্ট প্রশংসা অর্জন করেন এবং বাংলাদেশ পুলিশের অনেকের নিকট “নবাব ফারুক” হিসেবে সমধিক পরিচিত। এখনো দরদীজনের অনুরোধে তাঁকে সিরাজের ডায়ালগ দিতে হয়। সরকারি কর্মকর্তা হিসেবে তিনি অনীক মাহমুদ নামে লেখা প্রকাশ করেন বিধায় অনেকে তাঁকে অনীক মাহমুদ হিসেবে জানেন।
বীরমুক্তিযোদ্ধা এটিএম ফারুক আহমেদ একাধারে কবি, গীতিকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, আবৃত্তিকার, অভিনেতা ও উপস্থাপক।
তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্হ “অকৃতজ্ঞ”, “প্রত্যাশা”, “আগুন ঝরা ফাগুন”, “নির্বাচিত কবিতা”, “জনক বঙ্গবন্ধু”, ” অব্যক্ত বেদনা” ও গীতিকবিতা “গীতিমন্জুরী”। “পদ্মায় যখন ডুবল রবি” নামে তাঁর একটি উপন্যাস পাঠক সমাদৃত হয় এবং দ্বিতীয় সংস্করণও শেষের পথে। “জনক বঙ্গবন্ধু” কাব্যগ্রন্হের দ্বিতীয় সংস্করণ শেষ হয়ে তৃতীয় সংস্করণ প্রকাশের অপেক্ষায়।
তিনি বিটিভিতে এনলিষ্টেড গীতিকার। The Daily Star পত্রিকায় ২০০৪ইং সালে তাঁর ৪টি কবিতা ইংরেজিতে অনূদিত হয়ে “A Poets Corner” নামে একটি পেইজ তাঁর নামে তাঁর ছবিসহ আর্টিকেল প্রকাশ হয়।
প্রতিবিম্ব প্রকাশ পরিবারের পক্ষ থেকে কবির নিরাপদ জীবন ও সুস্বাস্থ্য কামনা করি….