গীতিকবিতা (নাতে রাসুল)
শিরোনামঃ আজ নবী এসেছে
কথাঃ জগলুল হায়দার
নূর নবীজী নূরের ধারা
জোসনা হয়ে নামেন
ও মুসাফির মরুর পথে
কান পেতে আজ থামেন।
আজ নবী এসেছে
আজ নবী এসেছে
মরুদ্যানের সবুজ ঘাসে
ফড়িং হেসেছে।।
মা আমেনার কোলে যেন
দিনের রবি এলো
পারস্য রোম সবদিকে আজ
সেই পয়গাম গেলো
দিব্যজ্যোতি আজ জোনাকির
বুকে ভেসেছে।
কুসীদজীবী দাসের প্রভু
কন্যাশিশুর পিতা
দেখলো সবাই এসে গেছে
মানবতার মিতা
সেই মিতাকে মরুর মেষে
ভালোবেসেছে।।
কায়েম গেলো ভয় পেয়ে তাই
কৌশলী পথ ধরে
এক হাতে তার সূর্য দেবে
চন্দ্র আরেক কড়ে
ফাঁসাতে হায় নবীকে সে
নিজেই ফেঁসেছে।।
আবু জাহেল আবু লাহাব
গীবত খেলায় নেমে
শাহাদাতের শক্তি দেখে
ভয়েই গেছে থেমে
নবীর জিহাদ ন্যায়ের লড়াই
বাতিল নেশেছে।।
১ Comment
congratulations