আজ কবি, শিশুসাহিত্যিক ও শিশুসংগঠক স. ম. শামসুল আলমের জন্মদিন:
কবি, শিশুসাহিত্যিক ও শিশুসংগঠক স ম শামসুল আলমের জন্মদিন শুক্রবার (২৫ আগস্ট) । ১৯৬২ সালের এই দিনে তিনি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাধীন শিকজান গ্রামে জন্মগ্রহণ করেন। সাহিত্যের বিভিন্ন শাখায় তার অবাধ বিচরণ। গল্প, উপন্যাস, কবিতা, ছড়া, শব্দরম্য, কলাম, নাটক, গান ইত্যাদি মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৫৫।
শামসুল আলমের ৫৫তম জন্মদিন উপলক্ষে ১৫ সেপ্টেম্বর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে একটি আনন্দানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন জন্মোৎসব উদযাপন পরিষদের সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইমদাদুল হক মিলন, রবিউল হুসাইন, কাজী রোজী, নাসির আহমেদ, মোহাম্মদ রফিকউজ্জামান, আলী ইমাম, আমীরুল ইসলাম প্রমুখ।