নীলের ছোঁয়া
আজিজুন নাহার আঁখি
অনেকেই বলে ভালোবাসার রঙ নীল
আসলে ভালোবাসার কী কোনো রঙ হয়?
সেটা তো আমার জানা নেই
কিন্তু তোমার প্রিয় রঙ যে নীল, সে আমি জানি
তাই ভালোবাসি তোমায় আর ভালোবাসি নীল।
আমায় যখন লিখতে চিঠি নীল কালি দিয়ে
তখন আমি বুঝিনি কেনো নীলের মাখামাখি
আমি শুধু তোমার হাতের গোটা গোটা অক্ষরে সাজানো
লেখা হাজার বার পড়ে মুখস্ত করে ফেলতাম।
সেই তখন থেকেই আমিও নীলে আসক্ত
সব কিছুতেই নীলের ছোঁয়া পেতে চেয়েছি।
মনে পড়ছে সেই দেড়যুগ আগের কথা
সেদিন আমার জন্মদিনে দিয়েছিলে নীল শাড়ী
নীল শাড়ীতে না কি আমাকে বেশ লাগছিলো
পুকুর থেকে নীল পদ্ম এনে
আমার খোঁপায় সযতনে গুঁজে দিয়েছিলে
আর তখন আবেগে আপ্লুত হয়ে
আদরে সোহাগে ভরিয়ে দিয়েছিলে আমায়।
পূর্ণিমা রাতে নীল জোছনায় ঘরে বাইরে
আমরা দুজন জ্যোৎসা স্নান করতাম
সে ছিলো এক মহা সন্ধিক্ষণ
যা এখনো ভুলিনি, ভুলতে পারবো না।
আকাশে রঙধনু উঠলেই তুমি বলতে
ঐ যে দেখো নীল রঙটাই বেশি উজ্জ্বল
আমিও তোমার সাথে নীলে মিশে যেতাম।
সাগরের বুকে নীল ঢেউ দেখে হতে উচ্ছ্বসিত
আমায় বলতে দেখো এখানেও নীলের সমারোহ।
পর্বতচূড়া যেথায় আকাশে মিশেছে
সেখানেও নীলের ছড়াছড়ি খুঁজতে
আর সেই নীল তোমাকে আকর্ষণ করতো সব সময়।
নীল প্রজাপতির মতো আমায় সাজাতে
কখনো বাঁধা দেইনি তোমায়
তখন বুঝিনি আমি, নীল কেনো তোমার পছন্দ?
আজ আমায় একাকী করে চলে গিয়েছো দূরে
আর যে কষ্ট দিচ্ছো সেটাও নীল
এজন্যই কী তোমার নীল পছন্দ?
বিষাক্ত সাপের দংশনে মানুষ নীল বর্ণ ধারণ করে
সে নীলও কি তোমার পছন্দ?
হয়তো পছন্দ করো বলেই আমায় নীল কষ্ট দিচ্ছো।
এখন বুঝতে পারছি কেনো ভালোবাসার রঙ নীল
কারণ ভালোবাসায় কষ্ট বেশি দহন বেশি
তাইতো তোমায় ভালোবেসে নীল কষ্টে হয়েছি নীলাভ।
তোমার দেয়া নীল কষ্ট বুকে নিয়ে ভালোই আছি
তুমিও ভালো থেকো ।
#আজিজুন_নাহার_আঁখি
২ Comments
বাহ্ ! খুব ভালো লেগেছে লেখাটা
বাহ্ ! সুন্দর করে অনুভূতিটা প্রকাশ পেয়েছে লেখায় ۔۔