আঙ্গিনায় ঝোড়ো বৃষ্টি
– পলক রহমান।
এবার গ্রীষ্মের তাবদাহ উষ্ণতার বৃষ্টি
ভিজিয়েছে ভিরমি আকাশ,
ভাসিয়েছে মরণোন্মুখ
দগ্ধ পোয়াতি প্রকৃতি,
আতুড়ে ফলন ।
ভিজছিলাম আমিও কর্মঠ জলে
উদোম শরীরে।
অনুভবে ছিল তোমার নিকোনো শরীর।
প্রতিক্ষায় আমি খুঁজছিলাম
বিলম্বিত কামনার
জলজ আঙ্গিনা। খুঁজছিলাম
উপচানো ঝোড়ো বৃষ্টি।
দিদ্রোহী ছিল চোখের
শুকনো পাতা। তীর্যক রোদের
ফলায় তোমাকে তাই খুঁজিনি।
আসলে খোঁজাও যায়নি।
পাখিদের কন্ঠে ছিল আহাজারি,
প্রসব বেদনায় মেঘ ছিল
দীগন্ত আড়ালে।
বাতাস ঝোড়ো মূর্তি হয়ে খুঁজেছে
উলঙ্গ বৃষ্টি, ভেজা মাঠ,
শালিকের শরীর।
জল গড়ানো শুকনো নদীর নাভী।
বিদ্যুৎপোড়া মেঘের রণ চিৎকারে
ঘরের জানালা দরজা বন্ধ
করতে গিয়ে বৃষ্টির ছাঁটে
ভিজে যেতেই আজ অনুভবে
তোমাকে বুকের মাঝে জড়িয়েছি
গ্রাম্য চৌচালার চৌকাঠের
অন্ধকারে।
২৭ এপ্রিল, ২০২৩।