আগুনেই পরাজয়
মোহাম্মদ শাহানুর ইসলাম
স্বরবৃত্ত (৪+৪+৪+১/২)
০৬.০৬.২২
আগুন জ্বলে ডিপোয়-ডিপোয়
আগুন দোকানপাটে
আগুন জ্বলে কারখানাতে
আগুন নদীর ঘাটে।
ভূমিদস্যু-জলদস্যু
একেক অগ্নিগোলা
আগুন নিয়ে করছে খেলা
যায় ক্যামনে ভোলা!
বাজার জুড়ে আগুন জ্বলে
আগুনে পাঠশালা
শিক্ষাঙ্গনের প্রধান হলেন
রাজনীতিকের শালা।
রাজনীতিতে আগুন জ্বলে
আগুন বউয়ের বুকে
পুরো দেশটা আগ্নেগিরি–
শিয়াল গর্তে ঢুকে।
আগুন জ্বলে বনের ভেতর
আগুন ব্যাংকিং খাতে
আগুন জ্বলে মনের ভেতর
সকাল-বিকাল-রাতে।
আগুন জ্বলে মাছের বাজার
আগুন ধানের খেতে
আগুন দেখি ঢাকাই ফিল্মে,
রিয়েলিটি শো’তে।
আগুন জ্বলে মেয়ের বাবার
পুরো মাথা জুড়ে
শ্যামের বাঁশি কে যে বাজায়
এতো করুণ সুরে!
আগুন গর্ভে স্বর্ণ বাজার
মায়ের গর্ভে ছেলে
হাসপাতালে আগুন জ্বলে
নানান ছলেবলে।
ঔষধপথ্যে আগুন জ্বলে
আগুন ডাক্তার মশাই
মনের ভেতর গালির ডালি
সব শালারা কসাই।
আগুন জ্বলে সড়ক পথে
সেতু ও রেলপথে
আগুন জ্বলে বেশেখ মেলায়
আগুন জ্বলে রথে!
আগুন জ্বলে ধর্মালয়ে
আগুন গুরুর মনে
এমনিকরেই ছড়ছে আগুন
জনে-জনে ক্ষণে।
কই পালিয়ে বাঁচবে তুমি
আগুন দেবতা?
চারিদিকেই আগুন তোমার
বুলি সততা!
বুলির মুখে জ্বলবে আগুন
আচমকা এক ভয়!
লক্ষ্মণ সেনের মতো তোমার
হবেই পরাজয়।