আকাশ ছোয়ার গল্প
অ্যাডভোকেট শেখ মনিরুজ্জামান শাওন
দীর্ঘ দশ বছর পর-
হঠাৎ করে ক্যাফেতে তোমাকে দেখে,
অগ্ন্যুৎপাতের মতো বেরিয়ে এলো পুরোন প্রেম।
পাহাড়ি ঝরনাধারার মতো সহস্র কথা ও স্মৃতির নহর বইছে
বুকের বা’ পাশে।
কফির ধোঁয়ার মধ্যে তোমাকে দেখলাম এক ফাকে টেবিলের এপাশ থেকে।
সেই মুখ, সেই হাসি আজও অমলিন।
আজও প্রজাপতির চঞ্চলতা তোমার চোখে খেলা করে।
গভীর সমুদ্রের ঢেউ জাগে তোমার মায়াবৃত্তের বুকে।
শতব্যস্ত নগরীর ইট পাথরের দালানের ফাঁকে ফাল্গুনের চাঁদ কি
এখনো ওঠে তোমার আকাশে।
আজও কি আরজি থাকে ঈশ্বরের কাছে, আমাকে পাওয়ার,
শবেবরাতে, হালুয়া-রুটি নিয়ে
প্রতিক্ষায় থাক দীর্ঘ রজনী নফল ইবাদতের ফাঁকে।
আজও কি নীল শাড়ি, নীল টিপ পড়ে থাক, খোলা চুলে
বিষণ্ণ বিকেলে।
নাকি আস্তা- অনাস্থার দ্বন্দ্বে আজও তুমি বিহবল।
এখনো টের পাই কষ্টগুলো যত্ন করে আকড়ে ধরে আছে
তোমার পরিত্যক্ত অট্টালিকা।
যুগান্তরের ব্যর্থ প্রেমিকের মতো
আজও তাড়িয়ে বেড়ায় আমাকে অপূর্ণ গোধূলি।
হৃদয়ের রক্তক্ষরণ চিঠিতে লিখে
উড়িয়ে দিতে ইচ্ছে করে বসন্তের বাতাসে
খুব করে কাছে থাক।
তোমার আকাশ ছুয়ে দেখি!