১৭৬ বার পড়া হয়েছে
আকাশের চাঁদ
(ইমতিয়াজ সুলতান ইমরান)
আকাশের চাঁদ দেখে
খুকু আজ ছড়া লেখে
চাঁদ মামা চিকনা
ঐ দেখো ঠিক না?
ঠিক যদি বলে থাকি
আয় করি মাখামাখি
কোলাকুলি করব
লাল জামা পরব।
লাল জামা, নীল জামা
দেয় বাবা, দেয় মামা…
যাব মামা বাড়িতে
চড়ে রেলগাড়িতে।
রেলগাড়ি ঝিকঝিক
ঈদ এলো ঠিক ঠিক
রেলগাড়ি ছুটেছে…
আঁখিঘুম টুটেছে।
ঈদ এলো! ঈদ এলো…
মনে খুব খুশি পেলো
ঈদ মানে সমতা
ঈদ মানে মমতা।
———————
ইমতিয়াজ সুলতান ইমরান
ছড়াকার, শিশুসাহিত্যিক
এয়ারপোর্ট, সিলেট।
১ Comment
Congratulations