রঙে রূপের প্রজাপতি।
আইরিন সুলতানা লিপি
প্রজাপতি রঙিন প্রজাপতি
লাল নীল হলুদ সোনালি,
বাহারি ফুলের সঙ্গ তোমারই বেগুনীর মাঝে রুপালি।
প্রজাপতি ও প্রজাপতি
উড়ে উড়ে যে যাও,
সবুজ পাতার রঙ বাহারি
ফুলের মধু যে খাও!
ঝিলমিল ঝিলমিল ছড়িয়ে পাখা
তিরতিরিয়ে যে যাও,
তোমার রুপে পাগল সবাই
খবর কি তার নাও?
ফুলে বসে ফুলের রেণু
মাখো যে সারা গায়,
তোমার পরশ পেয়ে কমল
সুখের মূর্ছা যায়।
পুষ্পের উপর বসো যখন
করো গো আলিঙ্গন,
ছটফট করি তখন আমি হৃদয়ে জাগে কাঁপন।
বাংলাদেশের ষড় ঋতুতে
ঋতু বৈচিত্র্য ভরা,
রংধনুর ন্যায় প্রজাপতির রং কতো আলপনা করা।
প্রজাপতি তুমি যখন
উড়ো ফুলে ফুলে,
গাছের শাখার হৃদয় খানি
ওঠে দুলে দুলে।
মানব প্রেমে এত স্বাধীন
থাকতো যদি ভবে
প্রেমিক যুগল সারাবেলা
লুটতো মধু তবে।
প্রজাপতি ধন্য তুমি খাও
সুন্দরী ফুলের মধু,
উড়ে উড়ে সুবাস লও যে
ছড়াও প্রেমের যাদু।
তিতলী বলে ডাকি তোমায়
কতো যে তোমার নাম,
রূপ বাহারী রঙ তোমারই
আরও কতো সুনাম।
প্রজাপতি ও প্রজাপতি
তুমি কি আমার হবে?
আমি হবো ফুলের মতন
প্রেমের মধু খাবে!
১ Comment
হুম অনেক সুন্দর লেখনি