১৪০ বার পড়া হয়েছে
আসুক নূতন ক্ষণ
খোদেজা মাহবুব আরা
২৭—০৭—২০২১ ইং
জীবন ব্যাপ্ত আকাশ নক্ষত্র স্বপ্ন বিলাসে
দুঃস্বপ্ন ছেয়ে থাকে দীর্ঘ আভাসে
আকন্ঠ গড়লে বিষাক্ত জীবনের অন্ধকার থাবা
দৃপ্ত অহংকারে আজন্ম নীল পরিসেবা।
পার্থিব জীবন তৃপ্তিহীন এক অন্য অন্ধকার
আলোহীন সব দ্বার রুদ্ধ তার
লাভ ক্ষতির হিসেবেই কেটে যায় দিন
জীবনের কাছে জমে আছে ঋণ।
প্রকৃতির কাছে সপে দেয়া ক্লান্ত হৃদয়
বিষন্ন সন্ধ্যায় ধূসর মনে হয়
নতজানু প্রার্থনায় তাই নত মোর মন
নূতন সম্ভাবনায় আসুক নূতন ক্ষণ।