১৫০ বার পড়া হয়েছে
অদ্ভুত রহস্য
অহনা নাসরিন
সকল রহস্য নারীর গোলাপি ঠোঁটে
বড্ড রহস্যময়ী।
রহস্যে ঘেরা নারীর চোখ,
কি তার চাহনি! ঘনকালো চুল তার
কি তার মুচকি হাসি!
দু’ঠোঁটের হাসি যেন কৃষ্ণ তাঁর বাঁশি
সুর শুনে রাধা-
ভাসাতো জলের ঘাটে প্রেমের কলসি,
যমুনার জল জানে রূপ তার কতখানি
রঙতুলি জানে তার চলন-বলন
জলরঙ জানে, তার হাসির রহস্য
ঢেউ জানে, নিতম্ব- নারীর সেরা কাব্য।
কেবল প্রকৃতি জানে নারীর আকৃতি
মোনালিসা।
গোপন সে রহস্যের খনি
নারী-মন, নারী-দেহ, নারী-প্রেম
জলে ভেসে আসা এক অদ্ভুত রহস্য।।
১ Comment
very good job; Congratulations.