ফেলে আসা দিন
যয়া খান
জীবনের শেষ জোছনায়
কপোলে কিঞ্চিত কুন্চন
ধূসর বর্ণের একগাছি এলোমেলো কুন্তল।
পরিপাটি স্মৃতিতে
তোরঙ্গের কপাট খুলে
মধ্যে রাতের জোছনায়
স্মৃতির রথে চড়ে
ফিরে যাই সেই
শৈশবের যাপিত দিন রাত্রিতে।
নির্মিত নিয়মের শিকল ভেঙ্গে
ভৈরবের তীর ছুঁয়ে
কাশবনে ছুটোছুটি
দুবেনীর চপলা হরিণীর।
বাঁধ ভাঙা বানে ভেসে যাওয়া প্রানোচ্ছোল
রোদেলা দুপুরে।
হিজল বনের হাতছানি
ফুলপাখিদের মেলায় মুখরিত চড়ুইভাতি।
নীল ঘুড়ি আর প্রজাপতির পিছে ছোটাছুটি।
রুপকথার গল্পে গল্পে
আর স্বপ্নের জগতে ভেসে যাওয়া,
মুহূর্তে নিঃশ্বেষ রাত্রি ।
কি সহজ সরল নিঃস্বার্থ
সেই হরিনশাবক আর
চড়ুইপোষার বালক বেলা।
দক্ষিণা সমীকরণে ভবঘুরে
সেই কতশত সুখস্মৃতি
ভেসে বেড়ায় আবেগি দৃষ্টি্র আঙিনায়।
ভোরের স্মৃতির ঘনঘটা
আজ শেষ প্রহরের এক অধ্যায়।
ভরন্ত ভালোলাগার সেই বসন্তের হাওয়ার ঝাপটা
আবার ফিরিয়ে দিতো
যদি শৈশবের পদচারণা আমার আঙিনায়।
৪ Comments
অসাধারণ।
অসাধারণ।
সুন্দর সাহিত্যের ভাষায় সুন্দর স্মৃতিচারণ ভালো লাগল। শৈশব কৈশর যৌবন কিছুই ফিরে আসে না কিন্তু জীবনের প্রতিটা মুহূর্তই গুরুত্বপূর্ণ। তাই আফসোসের কিছু নেই বরং এই মুহুর্ত ভালো টা করাই জীবনের ব্রত হওয়া দরকার তাহলেই সুখ তাহলেই শান্তি আর আনন্দ ভালো কিছু করার ফলে।
অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি প্রবাস জীবন দুবাই থেকে।।
একজন মহিয়সি রমনির কিখা অতি সুন্দর মহান কবিতা… মন ভরে গেলো। অভিনন্দন ও শুভকামনা রইল !