অসূর্যস্পশ্যা সময়
মাহবুবা চৌধুরী
যেখানেই দাঁড়াই সূর্যাস্ত নেমে আসে পায়ে পায়ে
দূরে চলে যায় আলো অন্ধকার হাসে কথা বলে
বস্তু ছায়াহীন নিঃসঙ্গের ঘরে শরীর ও মন
আঁধার বিছিয়ে রেখে অন্ধকারে সমর্পিত হয়।
বৈপরীত্যে চলা দীর্ঘ অর্থহীন নিরম্বু জীবন
কঠিন সংহত যার মানবিক প্রাণের গঠন
তাঁকে খুলে রাখি বহতা জোয়ারে ঊর্মিল সমুদ্রে।
গোধূলি বিবর্ণা হলে অন্ধকারে ঝরে নিরবতা
অর্ধমৃত বিধ্বস্ত হৃদয়ে শুনি আনন্দ উল্লাস
অসূর্যম্পশ্যা সময় ধীরে নামে আঁধারের স্তরে
হৃদয়ের বিভোর সম্ভোগে স্ফটিক শীতল স্পর্শের আরাম।
এমন একটা জীবনের জন্যই কি এতো আয়োজন?
প্রশ্নগুলো অহেতুক খোঁচাখুঁচি করে মনে মনে
আলোঘর কোলাহল হয়তো সবার জন্য নয়
আঁধারেও আছে এক অনুপম দিব্যরশ্মি বড়োই পবিত্র
সাথে ভেজা মাটি সোঁদা তার গন্ধ ধীরে ধীরে মিশে
বুক ভরে শ্বাস নিতে নিতে খুঁজি অনন্ত ঘুমকে
চারিদিকে ফেলে আসা দিন অনিমেষ জড়ো হয়
স্বজনদের প্রসন্ন ভিরে আমি অতলে তলিয়ে যাই।
৪ Comments
congratulations
চমৎকার অনুভূতি “আধারেও আছে এক অনুপম দিব্যরশ্নি বড়ই পবিত্র ”
ভালো লাগল কবিটতাটি। অনেক অনেক শুভেচ্ছা রইল
“এমন একটি জীবনের জন্যই কি এত আয়োজন’? সুন্দর উপস্থাপনা।প্রতিটি শব্দের impressive ব্যাঞ্জনায়।
সত্যিই তাই,কোথায় দাঁড়িয়ে আছি?
সময় প্রবঞ্চন নির্বিরোধ নয়।ক্ষোভ যেন দ্রোহী হয়ে ওঠে।সে’ই! বিধৃত কবির কবিতায়।
অসংখ্য ধন্যবাদ। সাথে থেকে উৎসাহিত করবেন।