অসময়ে বৃষ্টি।
দিল আফরোজা রুনা
০৬/১২/২০২১ ইং
হেমন্তের এই বেলাতে
তুমি কেন এলে হে বৃষ্টি
অসময়ে তোমার আগমনী
শীতের প্রারম্ভে মানব দেহে কম্পন বাড়িয়ে দিলে।
আমার জন্য ভালোই হলো
সকালে বেলকনিতে
জানালার গ্লাসের গায়ে
তোমার ছিটেফোঁটায় মনে আমার পুলক লেগেছিলো
তার সাথে গরম চায়ের কাপে
চুমুক দিতেই কাব্যে আমার ছন্দ পেলো।
দু’দিন ধরে তোমার অবিরাম ঝরে পড়া
মনে হয় আবার এসেছে আষাঢ়
এই পুরাতন হৃদয়ে আমার
পুলক দুলিতেছে ভালোবাসার।
এই বৃষ্টির দিনে প্রিয়া তোমায় খুব মনে পড়ে
বৃষ্টির মাঝে হাত দিয়ে বৃষ্টি ছোঁয়া সুন্নত
তাই তো ছুঁতে চাই
তোমায় পাশে রেখে।
ঝিরিঝিরি বৃষ্টিতে নিশ্চুপ নগর
চারদিক থমকে আছে
সবাই ঘরবন্দী
আমি ও বন্দী তোমারই ভাবনায়!
থেমে থেমে বৃষ্টি হচ্ছে খুব
আকাশ শুধু বলছে কথা
আর সবকিছুই চুপ,
আচ্ছা তোমার আকাশ ও মেঘলা কিনা
জানতে চাইছি খুব।