অসমাপ্ত প্রেম
(সোহেলী পারভীন মণি)
তোমার অস্থির অধরে
গাঢ় চুম্বন দিলাম বারবার
তোমার উষ্ণ স্পর্শে শরীর আমার
কেঁপেছিল থর থর জ্বর জ্বর
মনে হলো এক নতুন পৃথিবীর
গভীরে ডুবে গেলাম
অতলান্ত কামনার সাগরে–
গভীর থেকে আরো গভীরে।
তীব্র অনুশোচনা বোধ–
হৃদয় হতে নেমে আসে
আমি তার সামনে নতজানু হয়ে
আত্মসমর্পণের ভঙ্গিমায় বসে–
নিজস্ব সমস্ত সত্বার বিনিময়ে
তোমাকেই পেতে চেয়েছিলাম,
অথচ তুমি এলে একরাশ
কামনার আগুন নিয়ে।
নিজেকে বিলিয়ে দেবার পরও
তোমার চলে যাওয়া,
তোমার ভুলে যাওয়া,
আমার তুলনায় যেন
তোমার বেদনাবিহীন নিস্পৃহ
লুটেরার মতো আমাকে লুট করে তোমার নিষ্ক্রমণ–
এ খেলা কেমন!
ঘাসেরা,সূর্যালোকে স্বর্ণালী হয়ে
অপেক্ষায় বসে আছে
বসন্তের যৌবনে উজ্জীবিত হয়ে
সমস্ত জাগতিক পদার্থ
জীবনের সারাৎসার
শুধু একটি বাসনার বিষ
কৌমার্য রক্ষায় পরিপূর্ণ ব্যর্থ।
তাই, কবিতার তীব্র মদ পান করি–
আমার পীড়িত আত্মার পীড়ন
আমাকে জ্বরাগ্রস্ত ও অচেতন করে
বাঁচিয়ে রেখেছে এখন,
প্রিয়তমা– এসো তবে
পাণ্ডুলিপির হোক সমাপন।
আর কোনদিন,আর কখনোই
আমি তোমার কথা ভাবব না।
এই তোমাকে দেওয়া শেষ উপহার।
১ Comment
congratulations