অর্বাচীন
রেজাউদ্দিন স্টালিন
দিনকে তিনি রাত্রি বলেন রাতকে বলেন দিন,
ভারতকে কন আমেরিকা রাশিয়াকে চিন।
পাথর নাকি পানি এবং বালির ফেনা বায়ু,
পিঁপড়া খেলে মানুষ পাবে কচ্ছপের আায়ু।
চাঁদকে বলেন বৃক্ষ এবং সূর্যকে কন ছাতা,
আকাশ নাকি কাব্য লেখার মস্ত বড় খাতা।
তারাগুলো কাদামাটি ধূমকেতু বাজপাখি,
বজ্রপাতের গুহায় করে সিংহ ডাকাডাকি।
বৃষ্টি নাকি চোখের পানি ব্যাঙের ছোটো নাতি,
শিল পড়লে বুঝতে হবে থুথু ফেলছে হাতি।
সাগর নাকি মৌমাছিদের গুপ্তধনের গুহা,
ভূমিকম্প হনুমানের হুঙ্কার এবং হুহা।
স্বর্গ নরক কোথায় থাকে অন্য কোথাও নাই,
এসব নাকি বাড়ির পাশে দিগন্তে জন্মায়।
বলেন তিনি যুদ্ধ করে ধূর্ত রাসপুটিন,
এসব শুনে কানাঘুষা লোকটা অর্বাচীন।
২ Comments
অনেক চমৎকার কবিতা পড়ে ভালো লাগলো
চমৎকার লেখা, পড়ে খুবই ভালো লাগলো।