১৭৯ বার পড়া হয়েছে
অমীমাংসিত প্রেমকাব্য
। সুরমা খন্দকার ।
দ্বি-পাক্ষিক প্রেমের মহড়া চলছিল সারা শহর জুড়ে…
মফস্বলের রাত আর অলস বিকেল
চলে যায় বিভক্তি, বিভেদ গ্লানিতে।
কেবল আমরা পড়ে থাকি দ্বিধা দ্বন্দ্বে-
হরদম দিনগুলো গল্পের মিছিল নিয়ে মুখরিত।
আমরা মোহাচ্ছন্ন, মুঢ়তার অভিশাপ ঢাকতে,
অগণন অন্ধকার রাতকে বিলীন করেছি কর্দমাক্ত পংকিলতায়।
নিয়তির পরিহাসে আগুন জ্বলে
বিক্ষিপ্ত বেদনার বসত ছুঁয়ে।
আমাদের ইচ্ছেরা এপাড়া ওপাড়া ঘুরে
পরিত্যক্ত হৃদয় দেয়ালের কোণায় মুখ গুঁজে পড়ে থাকে।
আবার ওলট-পালট রোদ্র ঝড় আসুক উপেক্ষা করে সমস্ত মেঘ রেখা।
আবার ইন্দ্রলোক পাক আলোর দেখা,
এখানেই ধূমায়িত শতাব্দীর এক অমীমাংসিত প্রেমকাব্য।
১ Comment
Very nice poem.