অভীপ্সা
সাঈদা আজিজ চৌধুরী
সদাস্মিত যন্ত্র নগরী মাধুরী অনুভব সুরেলা সঙ্গীত।
তোমার ভৈরবী ব্যাকুল সুর হৃদয়ে তরঙ্গ খেলে অবিরত।
আমার অভীপ্সা তোমাকে জুড়ে, দেবালোকে তুমি উর্বশী
রক্তিম আবেগ নিয়ে আমি অবিশ্রান্ত বিরহে বানভাসী।
বুকের ভেতর দ্যুতিময় ক্যানভাস রক্ত মন্জরী চিত্রলিপি
হৃদয়ে পুন্জীভূত অভিমান নিস্তরঙ্গ জীবন ছিঁড়ে যায় গ্রন্থি।
বুকের বুননে কত পুষ্প ফুটালে তুমি হবে যে তুষ্ট
কতগুলো চাঁদের লকেট দিলে উপহার আমায় দেবেনা কষ্ট।
পানকৌড়ি বেশে প্রেমিক সেজে জলজ পুষ্প নীড় বাসনা
শতাব্দীকাল ধরে তুমি অধিশ্বরী প্রেমিকা কেমন কপট ছলনা।
রক্ত মাংস মানবী নাকি মিশরের রাণী পিরামিডের মমি
এত শত বন্দনা চন্দ্রাণী রচনা পদ্যের স্রোতে ভাসি।
কেন বন্দনা নিজেও জানি না,
জ্ঞাত শুধু এতটুকু-“তোমাকেই ভালোবাসি।”