৬২৫ বার পড়া হয়েছে
অভিশপ্ত
ফরিদাইসমিন ডলি
পূর্ণ অধিকার চাই
কিন্তু কোটা খালি নাই
স্বামীর ঘরে দাসী বাবার বাড়ি পরবাসী।।
হায়রে আমি, এত কম দামি
আমার জন্য পৃথিবীটা বড় অবিসপ্ত,
আমার অনেক অনেক কিছু চাই,
কিন্তু… যেখানেই হাত বাড়াই
শুধু পাপের গন্ধ পাই।
মন বলে হাত বাঁড়া, বিবেক বলে দ্বারা,
চক্ষু বলে তাকা, ঈমান বলে বাকা,
এই সত্য মিথ্যার মহা যুদ্ধে
আমি অধম শেষ।
বন্ধুত্বে মানা, প্রেমে হানা,
পরকীয়ায় পাপ, নারী হয়ে জন্ম নেওয়া সেও অভিশাপ,
তবে কি অপূর্ণতা, আমার ইতিকথা?
অবশিষ্ট মায়ের সম্মান, তাতে ও মারে টান,
যখন পদবী আমার শাশুড়ি,
আপন ঘরে ফেরারি। হায়রে আমি,
এত কম দামি?