বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘কাবিলা’খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ। রোববার (৩০ জুলাই) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পলাশের স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ।
গত রবিবার সকাল সাড়ে ৯ টায় পলাশের স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জিয়াউল হক পলাশ নিজেই। ছেলে সন্তানের বাবা হলেন অভিনেতা জিয়াউল হক পলাশ।
পলাশ বলেন, রবিবার সকাল সাড়ে ৯ টায় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমি ভীষণ আনন্দিত। সন্তান ও তার মা ভালো আছে। সবাই আমার পুত্রের জন্য দোয়া করবেন।
বেশকিছু দিন আগে পরিবারের সম্মতিতে নাফিসাকে বিয়ে করেন পলাশ। তবে বিয়ের বিষয়টি সামনে আসে গত বছরের শেষভাগে। পরিচালক কাজল আরেফিন অমির সহকারী থেকে অভিনয়ে আসেন পলাশ। জনপ্রিয় এই নির্মাতার সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা চরিত্র পলাশকে তারকাখ্যাতি এনে দিয়েছে। অভিনয়ের পাশাপাশি পলাশ নির্মাণেও মনোযোগী।