৩৭ বার পড়া হয়েছে
তাসকিন রহমান
জন্ম: ২০ আগস্ট ১৯৮৭
অভিনেতা, গায়ক ও চিত্রশিল্পী।
তিনি ঢাকার গুলশানে জন্ম গ্রহণ করেন। গুলশানে তার শৈশব ও কৈশর কাটে। উচ্চ শিক্ষার জন্য ২০০২ সাল হতে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস শুরু করেন। চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০১৭ সালে বাংলাদেশে আসেন। ২০১৭ সালের ঢাকা অ্যাটাক চলচ্চিত্রে খলনায়কের ভূমিকায় অভিনয়ের জন্য পরিচিতি পান। তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত অভিনয় শিল্পী। অভিনয়ের পাশাপাশি চিত্রশিল্পী হিসেবেও তিনি সুনাম কুড়িয়েছেন। ২০১৫ ও ২০১৭ সালের মার্চ মাসে সিডনিতে তার তৈলচিত্রের প্রদর্শনী হয়েছে।
তাসকিন শিশু শিল্পী হিসেবে টিভি নাটকে অভিনয় শুরু করেন। ৯ বছর বয়সে বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ি অনুষ্ঠানে অভিনয় ও গানের জন্য পুরস্কার পেয়েছেন। ১৯৯০ সালে নাট্য ব্যক্তিত্ব হুমায়ুন ফরীদির সাথে বাংলাদেশ টেলিভিশনের ‘শীতের পাখি’ নামক নাটকে প্রথম অভিনয় করেন। কৈশোরে ১০টি নাটকে অভিনয় করেছেন। আমিন খান অভিনীত ১৯৯৫ সালের ‘হৃদয় আমার’ চলচ্চিত্রে শিশু শিল্পীর ভূমিকায় অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়।
২০০২ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে উচ্চ শিক্ষার জন্য গমন করেন। পড়ালেখা শেষ করে সিডনিতে অস্ট্রেলিয়া সরকারের অধীনে কারেকটিভ সার্ভিসের ক্রাইম স্টপ ডিভিশনে কর্মরত ছিলেন।
পরিণত বয়সে ঢাকা অ্যাটাক চলচ্চিত্রের খলচরিত্রে রূপদানের মাধ্যমে তিনি পুনরায় অভিনয় শুরু করেন।
তাসকিনের বাবা আনিসুর রহমান বাংলাদেশ টেলিভিশনের গীতিকার। তার ভাই তানিম রহমান অংশু টিভি নাটক, চলচ্চিত্র ও মিউজিক ভিডিও নির্মাতা। তিনি ২০০২ সালে সিডনিতে উচ্চ শিক্ষার জন্য গমন করেন। তিনি ফরেনসিক সায়েন্সে স্নাতক করেছেন। ব্যবসা ব্যবস্থাপনায় স্নাতকোত্তর করেছেন। তাঁর ব্যবসায় প্রশাসন-এ ডিপ্লোমা রয়েছে। স্নায়ু বিদ্যায় পিএইচডি অর্জনের জন্য তিনি গবেষণা করেছেন।