অভিনেতা ওস্তাদ জাহাঙ্গীর আলম:
শুভ জন্মদিন
৫ সেপ্টেম্বর
প্রেম, বিরহ, পারিবারিক গল্পের ছবির বাইরে নব্বই দশকে চলচ্চিত্রে ‘মার্শাল আর্ট’ ঘরানার ছবির নির্মিত হতো। ওইসব ছবিতে অভিনয় করে রুবেল, ড্যানি সিডাক, ইলিয়াস কোবরার মতো অনেকে বেশ পরিচিতি পেয়েছিলেন। ছবিগুলো নির্মাণ ও প্রযোজনা করতেন জাহাঙ্গীর আলম। যিনি ওস্তাদ জাহাঙ্গীর আলম নামে পরিচিত। ২০০০ সালের পর ওস্তাদ জাহাঙ্গীর আলম চলচ্চিত্র থেকে দূরে সরে যান।
ক্যারাটে মাস্টার, লড়াকু, মাস্টার সামুরাই, পেশাদার খুনী, কুংফু কন্যা, কুংফু নায়ক, ওস্তাদ সাগরেদ, প্রেমিক রংবাজ এসব মার্শাল আর্টের ছবি পরিচিতি এনে দিয়েছিল। এসব ছবি করতে তিনি রীতিমত যুদ্ধ করেছেন।
প্রযোজক সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে ছিলেন। পরে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হয়েছিলেন। নির্বাচন না হওয়া পর্যন্ত আমি এই পদে বহাল থাকবো। ছবি না করলেও ফিল্মের সঙ্গে আছেন। ভালো মন্দের খোঁজখবর নেন।
ওস্তাদ জাহাঙ্গীর আলম মনে করেন, ‘একেক সময় একেক ধারা আসে। এখন নাটকের পরিচালকরা ছবি বেশি বানাচ্ছে। সোশ্যাল-রোমান্টিক ছবি বানাচ্ছে। এটা ভালো। তবে ডিজিটাল ছবি হওয়ার পর আগের পরিচালকরা অনেকেই ব্যর্থ হয়েছেন। আগের মতো তো ব্যবসা নেই ফিল্মে। সবচেয়ে বড় ব্যাপার হলো চলচ্চিত্র এখন বিভক্ত। কাজের চেয়ে অকাজ নিয়ে ব্যস্ত। কেউ কাজ করলে তাকে বাঁধা দেয়া হচ্ছে। এসব করে কোনো লাভ নেই। কাজকে প্রাধান্য দিতে হবে।’