১৫৮ বার পড়া হয়েছে
আমিন খান
অভিনেতা
পুরো নাম আমিনুল ইসলাম খান
জন্ম: ২৪ ডিসেম্বর,১৯৭২
তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানা অন্তর্ভুক্ত মৌতলা ইউনিয়নের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ফুল নেবো না অশ্রু নেবো, স্বপ্নের নায়ক, বীর সন্তান, বাংলার কমান্ডো, হৃদয় আমার , হীরা চুনি পান্না, পিতার আসন, হৃদয়ের বন্ধন ইত্যাদি। চলচ্চিত্র জীবনে এখন পর্যন্ত তিনি ১৬৫ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
১৯৯০ সালে আমিন খান এফডিসির নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় অংশ নেন এবং নির্বাচিত হন। এরপর অডিশন দিয়ে টেকার পর একজন পরিচালক তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণে আগ্রহ দেখায়। এই সময়ে আরও তিনটি চলচ্চিত্রের প্রস্তাব আসলেও তিনি সেই পরিচালককে কথা দেওয়ার কারণে বাকি প্রস্তাবগুলো ফিরিয়ে দেন। কিন্তু সেই চলচ্চিত্রটিতে তাকে নেওয়া হয়নি। এরপর তিনি তিনটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন, কিন্তু কোনটির কাজ শুরু হয়নি। এই সময় সাংবাদিক আহমেদ কামরুল মিজানের সহযোগিতায় তিনি অবুঝ দুটি মন চলচ্চিত্রে কাজের সুযোগ পান। ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত অবুঝ দুটি মন তার প্রথম চলচ্চিত্র। এটি পরিচালনা করেছিলেন মোহাম্মদ হোসেন। হোসেন পরিচালিত পূর্ববর্তী আজকের হাঙ্গামা চলচ্চিত্রটি ব্যবসাসফল ছিল। আমিন খান এই চলচ্চিত্রটিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু তা ফিরিয়ে দিয়েছিলেন।
তার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র বাদল খন্দকার পরিচালিত দুনিয়ার বাদশাহ সুপারহিট হলে তিনি সকলের নজর কাড়েন। মারপিটধর্মী চলচ্চিত্রে সফল হওয়ায় নির্মাতারা প্রণয়ধর্মী চলচ্চিত্রের পাশাপাশি মারপিটধর্মী চলচ্চিত্রেও তাকে চুক্তিবদ্ধ করাতে থাকেন। ১৯৯০-এর দশকে মাঝামাঝিতে তার অভিনীত হৃদয় আমার, জনম জনম ব্যবসা সফল ও জনপ্রিয় হয়। তিনি সালমান শাহের অসমাপ্ত সিনেমা স্বপ্নের নায়ক-এ অভিনয় করে প্রশংসিত হন এবং জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে ১৯৯৮/৯৯ সালে মুক্তিপ্রাপ্ত তোমার আমার প্রেম, সাগরিকা, লাভ ইন থাইল্যান্ড চলচ্চিত্রগুলোও জনপ্রিয়তা অর্জন করে। অপরদিকে অ্যাকশন নায়ক হিসেবে বীর সন্তান, বাংলার কমান্ডো, শয়তান মানুষ, জনতার বাদশাহ, বিশ্বনেত্রী চলচ্চিত্রগুলোও তার কর্মজীবনের প্রথম দিকের ব্যবসা সফল ও আলোচিত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য।
২০০০-০৬ সাল আমিন খানের ক্যারিয়ারের অন্যতম সফলতার বছর। এ বছরগুলোতে আমিন খান অভিনীত প্রায় ৯০টি সিনেমা মুক্তি পায়। যার মধ্যে মুখোমুখি, নয়া কসাই, ফুল নেবো না অশ্রু নেবো, টোকাই থেকে হিরো, হীরা চুনি পান্না, জীবনের গ্যারান্টি নাই, মাস্তান নাম্বার ওয়ান, মাঝির ছেলে ব্যারিস্টার, পিতার আসন-সহ অনেক সিনেমা সুপারহিট ব্যবসা সফল হয়।
চলচ্চিত্রের তালিকা
অবুঝ দুটি মন
দুনিয়ার বাদশাহ
হৃদয় আমার
জনম জনম
স্বপ্নের নায়ক (১৯৯৭)
তোমার আমার প্রেম
সাগরিকা
লাভ ইন থাইল্যান্ড
বীর সন্তান
বাংলার কামন্ডো
শয়তান মানুষ
জনতার বাদশা
বিশ্বনেত্রী
মুখোমুখি
নয়া কসাই
ফুল নেবো না অশ্রু নেবো
টোকাই থেকে হিরো
হিরা চুনি পান্না
জিবনের গ্যারান্টি নাই
মাস্তান নাম্বার ওয়ান
মাঝির ছেলে ব্যারিস্টার
পিতার আসন
আজ গায়ে হলুদ
জ্যান্ত কবর
তোমার জন্য ভালোবাসা
কাটা রাইফেল
হৃদয়ের বন্ধন
বিপদজনক
কঠিন বাস্তব
পুলিশ অফিসার
লাল দরিয়া
স্ত্রীর মর্যাদা
ঠেকাও মাস্তান (২০০১) দুর্জয়
স্ত্রী কেন শত্রু
দোস্ত আমার
বধূবরণ
চাকরের প্রেম
জীবনের চেয়ে দামী
জমিদার বাড়ীর মেয়ে
সমাধি
স্বামী আমার বেহেশত
মা বড় না বউ বড়
পৃথিবী টাকার গোলাম
আমার স্বপ্ন আমার অহংকার
গরীবের মন অনেক বড়
ও আমার দেশের মাটি
মায়ের চোখ (২০১০)
লোভে পাপ পাপে মৃত্যু
এক জবানের জমিদার হেরে গেলেন এবার (২০১৬)
টিভি নাটকের তালিকা
১৯৯৮ সালে টিভি নাটকে অভিনয়ের দীর্ঘ ১৪ বছর পর ২০১২ সাল থেকে বেশ কিছু টিভি নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন আমিন খান।
মন দরিয়ার মাঝি
লাভ স্পিড
জামাই ধরা
ভূ-চিত্র
মন আমার
তুমি মানে তোমার চলে যাওয়া
ওশেন ব্লু
নিষ্কৃতি
ডিসকাউন্ট ইমরান
সময়ের ভালোবাসা অসময়ে কেনো বাসো
১৯৯৮ সালে আমিন খান স্নিগ্ধা খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। স্ত্রী ও দুই ছেলে নিয়ে তিনি উত্তরায় থাকেন।