অবোধ স্বজন
আখতার জাহান শেলী
তুমি খুবই নিম্নমানের প্রেমিক-
খুবই।
সুতোর ওপারে কার মন খারাপ
ভীষণ, ভীষণ কেন জানো না?
কেন জানো না
বয়ে যাওয়া হৃদ যমুনায়
কার মিশে যায়,অসুখী কষ্টের
নীল বিষ স্রোত!
কেন জানো না কার নগরে
লেলিহান শিখা নিত্য গ্রাসে জীবনের সুখ
তোরংগে তোলা নিভাঁজ স্বপ্ন,
কোন আঙ্গিনা মাধবীলতা, হতাশার কীট
কুরে কুরে খায়,পুড়ে মরে যায়
বিনা সিঞ্চনে যক্ষপ্রিয়ার ফুলবনে ফুল।
কোনও একদিন শুধরে যাবে,
বুঝবে সবই
কেমন করে ভেংগে চলছি নিত্যদিনের চড়াই উৎরাই
ছুটে চলেছি ক্লান্ত পায়ে জ্বালিয়ে রেখে
আশার তারা, নীল জোনাকী,
তোমারি অসহযোগিতায় মৃতপ্রায় সব,
প্রান্ত ছুঁয়ে আছে,বিনাশের ঘনায়মান ক্রান্তিকাল
শুধু তোমারই অযোগ্যতায় একমাত্র।
১ Comment
অসাধারণ।লিখলেন কবি।দারুণ।