১৭২ বার পড়া হয়েছে
অবুঝ প্রেম
নিলুফার জেসমীন রুমা
জানি না কখন কী কারণ মনে মনে মন হারালো!
রঙে রঙে ফুল-চন্দনে কে আমায় সাজালো?
বন ময়ুরী পেখম তুলে আপন মনে নাচে,
শরতের মধুঝরা সন্ধ্যায় ঝিকি মিকি তারায়
মাধবীলতা দোলে ইশারাতে।
গুঞ্জরিয়া উঠে ভ্রমর পুষ্প মঞ্জুরির গায়
মাতাল করা সুর ভাসে দক্ষিণা বায়,
বাহির পানে হাত বাড়িয়ে ডাকছে কে আমায়
চুপিসারে ?
বাঁধবো না আর অবুঝ প্রেম বুকের পিঞ্জরে!
শিউলি ফুলের মালা গেঁথে তাই খোঁপায় পড়েছি
পথ হারাবো বলেই আমি ভালোবেসেছি।।
১ Comment
very nice poetry. congratulations