২৭৭ বার পড়া হয়েছে
অবুঝ পাখি
রহিমা আক্তার লিলি
০৭-১২-২০২১
চোখ মেলে যে পাই না তোমায়
মন বাড়িয়ে রাখি,
দীঘল ভুরু কৃষ্ণ কালো
ওরে অবুঝ পাখি।
আসতে কাটো যেতে কাটো
যেন শাঁখের করাত,
তোমার দেয়া দুঃখগুলো
সবই আমার বরাত।
ঘরে আগুন বাইরে আগুন
অন্তর জ্বলে দ্বিগুণ,
তোমার মনের অন্ধ ঘরে
আমার সুখের ফাগুন।
তোমার চোখে প্রেমের অনল
শুভংকরের ফাঁকি,
মিছে মায়ার ফাঁদ পেতেছো
দুঃখ কোথায় রাখি!
তোমার চোখে মরণ আমার
অধীর হয়ে থাকি,
ভেতর বাহির সবই দিলাম
নাই কিছু আর বাকি।
তোমার মনের সপ্তসিন্ধু
অবাক চেয়ে রই!
বুকের ভেতর আগলে রেখো
কেউ যদি গো হই।